পান্নাবালা!
তুমি কি জানতে?
তুমি আমার হৃদয়ে মখমল কাপরের তৈরি
এক মায়ার চাদর ছিলে।
শুধু নেহাত ভালবাসার জোড়ে
তোমাকে কখনোই আমার করতে পারি নি।
কেননা তোমার মায়ার চাদরে
তুমি নিজেই ঢেকে দিয়েছিলে
আমার স্বচ্ছ-স্পষ্ট ভালবাসা।
কিন্তু অবশেষে
মায়ার চাদর টা তুমি নিজেই ছিনিয়ে নিলে,
আলোকিত হলো আমার স্বচ্ছ- স্পষ্ট ভালবাসা।
তবে তা তুমিহীন।