মিছে ছিলো সব,
জানা ছিল না,
হঠাৎ করেই মুছে গেল সব।
পরপৃষ্ঠায় তোলার
সুযোগ হলো না।
কালো বোর্ডের ধবধবে
খড়িমাটির ছোয়া,
অলংকৃত করে
তৈরি করে মানুষ।


আর সেই মানুষটা
ধবধবে সাদা খড়িমাটির রেখা
মুছে মুছে ম্লান করে দেয়
হৃদয়, পুরো পৃথিবী।


একটা পেন্সিল স্বপ্ন আঁকে
ফুটিয়ে তোলে কল্পনা।
পেন্সিলের পাদদেশে আটা
ইরেজারটা
এক নিমিষেই মুছে দেয়,
সব রেখা,
সব কল্পনা,
পুরো পৃথিবী।


একটা নারী
হৃদয়ে প্রেমের ফুল,
প্রস্ফুটিত করে,
মৌমাছি হয়ে উড়ে বেড়ায়
মনের বাগানে,
হঠাৎ করেই আবার উড়ে যায়
অন্য ফুলে, নব রঙ্গিন ফুলে
পুরোনোকে ভুলে যায়,
ভুলে যায় পৃথিবী।


এক বিন্দু শিশির
মেঘ না আসা প্রকৃতির গা ধুয়ে দেয়,
প্রকৃতি সুখে মুর্ছা যায়,
আবার মেঘের ছটায়
শিশিরের অবসান ঘটে
প্রকৃতি ভুলে যায়,
সুখে থাকে মেঘে,
ভুলে যায় পৃথিবী।


এক ফোটা ক্রদন
চোখ গড়িয়ে নামে না,
যদি জল ফুরোয়,
রয়ে যায় চোখের কোনে,
দিয়ে গেছে যা তার প্রিয়জন
তাকেই রাখে মনে।
ভুলে নি সে,
ভুলতে পারে না সে,
শত নাটকীয় হাসির অন্তরালে,
সে থেকে যায়।
সে যেন এক ফোটা
মেঘে জমাট শিশির,
ফোঁটায় ফোঁটায় জমতে থাকে
হৃদয়ের কোন জুড়ে হয়,
তীব্র বর্ষণ।


তবুও ভালো থাক পৃথিবী
ভালো থাক প্রিয়জন
ভালো থাক হারানো প্রেম,
এক ফোঁটা বিন্দুতে,
জমতে থাকে সে অবিরত,
বর্ষণে মুখরিত থাকুক
অভিশপ্ত হৃদয়।