বলেছিলাম তোকে,
আমার প্রত্যেকটা কথাতে,
লুকিয়ে থাকে মর্ম
অহিংসার পরম ধর্ম।


আমি সব করতে পারি,
সেক্রিফাইস ও বটে।
চাস যদি তুই; করব তোকেও
সেকরিফাইস অকপটে।


যখন শুনি বিষাদ কথা,
জানিস নাকি তুই?
মনের মাঝে নিজেই গাথি;
ছিদ্র করার সুই।


যে ছিল মোর প্রথম থেকে,
এখনো তো আছে।
তার কাছে কেন বলিস মিছে,
বলনা আমার কাছে!


বিশ্বাস করি ভীষণ তোকে,
সন্দেহ'তে মানা।
বিশ্বাস খেলা দিস না ভেঙ্গে,
হয়ে যাব রে কানা।