আমি তো করিতে চাই না সন্দেহ,
পেতেও তো চাই না তোমার কোমল দেহ।
তবে কেন আজ কষ্ট হচ্ছে ভীষণ?
আমাকে উপেক্ষা করে;
জানতে চাইছ কে-কী বলেছে কখন!
তবুও তো আমি করব নারে সন্দেহ,
লোভে পড়েও ছুবো না তোর পবিত্র দেহ।


ভাবিও না আমি ছেড়ে যাব তোমায়,
যেতে পারি যদি মরন টানে আমায়।
তবে বাঁচিয়া কিন্তু রইব তোর আশায়।
মিছে করে দিস না স্বপ্ন টা,
জলঝড়া শীতল কুয়াশায়।


জানি, সন্দেহ করে ছিন্ন সব বন্দন
যাই করো না তুমি; থাকবে আমার আপন।
তবে অনুরোধ ; থেকো তুমি সৎ
সন্দেহ থাকবে দূরে; দেখবো সঠিক পথ।