অনুর্বর এক ফসলি জমিতে
পারা ঘাসের সবল বৃদ্ধির মত
আমি তাকে ভালবাসি।
সুতিকাগৃহের সদ্য জন্মানো শিশুর
চোখের পাতায় লেপ্টে যাওয়া কাজলের মত
আমি তার চোখের মোহে পড়ি।
সকাল বেলার তীর্যক রোদের ঝলমলে
আলোর ন্যায় তার হাঁসির বাণে
আমি বিমোহিত হই।
আমি তার মুখে শোনা তার রাগ-জেদের
অপারগ স্বাক্ষী হইতে মরিয়া হই।
তার চনমনে-চটপটে ক্ষুদে বার্তার
অপর পাশ থেকে আমি প্রেমে পড়ি।
এরপর মনে হয়, কেবলই মনে হয়
আমি তারে ভালোবাসি।
অনুর্বর এক ফসলি জমিতে
পারা ঘাসের সবল বৃদ্ধির মত
আমি তাকে ভালবাসি।