চন্ডালের অন্তীম যাত্রায়
পাপের তিলকে মুড়িয়ে দিও।
আমি চন্ডাল হলে কইব
দুদণ্ড দাড়াও-
আমি মৃত্যু বরণ করিয়া আসি।
অতঃপর আমার কপালে লেপিয়া দাও
জগতের সবচেয়ে কঠিন পাপীয় তিলক।
আমায় দেখিবার ইচ্ছা যেন না জাগ্রত হয়
কোন পূণ্যবতীর অন্তরে।
আমার হৃদয় নিয়ে না হোক
কোন ব্যতিক্রমীর আহাজারি।
এক পশলা জোনাকের ভিড়ে
আমার পাপীয় অন্ধকার অবয়ব না খুঁজুক
কোন হিতৈষী।
আমার নখের আড়ালে লুকানো স্বপ্ন না খুজুক
কোন বন্ধুবর।
আমার ময়লা জমে থাকা ছবি না খুঁজুক
কোন মমতাময়ী মা।
আমার পঁচে যাওয়া শরীর না খুঁজুক
কোন গোর খোদক আপনজন।
কেউ দেখার বাসনায় অপেক্ষা না করুক
চিরন্তন কুসংস্কার নিয়ে।
অতঃপর আমি -
মিলিয়ে গেছি কোন রেললাইনের
শেষ স্টেশনে।
পুরোনো অকেজো বগির শেওলা ধরা
মরচে পড়া নাটের প্যাচে।
খুলবার চেষ্টা করে অাঘাত না পায় যেন কেউ।
ভুল করেও যদি খুঁজতে আসো কেউ!
আবার শুনবে আমার সেই বিদীর্ণ স্থবির জবাব।
দুদণ্ড দাড়াও-
আমি মৃত্যু বরণ করে আসি।