আজ দেখি না অনেকটা দিন,
ভীষণ মনে পড়ে।
এত্ত এত্ত ভালো আমি
ভেসেছিলাম যারে।


ছোট্ট তিলটা ছুয়ে দিতে
ভীষণ ইচ্ছে করে।
এমন কেনো করলো সে
ভালবেসে মোরে!


আমি কি তার হিয়ার দাবী,
ছাড়তে পারি কভু?
প্রেম দিয়েছে মনে আমার,
তাহার-আমার প্রভু।


চাইনা আমি তার কাছে আর
চাইযে প্রভুর কাছে।
মূর্ছা যাবার আগে যেন,
একটিবার সে আসে।


হয়তো আমি তার বিরহে,
মরি তীব্র বিষে।
যত্নে রাখি হৃদ মাজারে,
তার স্মৃতিটা কিসে!


এই বুজি হায় মূর্ছা গেলাম,
তারে ভোলার ব্যাথায়।
ভুলতে চাই না তারে আমি,
তাই তো মরি আশায়।