শেওলা পিছল সিড়ি ধরে
কেবল আমি হাটছি রোজ।
অপেক্ষা কেবল সেদিনের
পরাজয় শব্দটা হোক নিখোজ।
অট্টহাসির শহর থেকে
হারিয়ে গেছি বহু আগে।
সূচের আঘাত হোকনা ছোট,
ব্যাথা তাও বেশিই লাগে।
শুধু সময়ে সময়ে চিৎকার চেপে রেখে
মৃত্যু খুজি জীবনের বাজে বাজে।
ছায়ার সাথে যুদ্ধ হয় প্রতিক্ষনে সাতাশ বার
পরাজয়ের সাধ নিয়েও ছুটে চলা কেবল আবার।
আমার আমি আবছা দেখি
যন্ত্রনা হয় পিঠে-পায়ে।
মগজটারে শান্তনা দেই
ভরদুপুরে কফি দিয়ে।
মাঝে মাঝে দুপুর গিয়ে
সন্ধ্যা হবার একটু আগে,
ভাতের পাতে কেবল আমার
বুটের ডালের সবজি জোটে।
এমন করেই পার করি রোজ
ভয় আবারো পরের দিনের।
হচ্ছি বড় তাই তো চাপে
একটু করে ঋনের বোঝা।
এমন করে কেমনে বলো
হব আমি সবল সোজা!
আমি হারি রোজ আমাতে,
সকাল-দুপুর- রাত্রিশেষ
অচিন দেশের খোজে আছি,
দম ফুরালেই বাঁচি বেশ!!