- থামে না পথ
- থামে না কাজ
- কেবল বেলা গড়িয়ে সন্ধ্যা নামার লড়াই
- কারো জিতে ফিরবার হিরিক
- কারো একরাশ অন্ধকারের হাহাকার
- বাহ পৃথিবী!
- চমৎকার তবে নিয়মতান্ত্রিক
- জটিল অংক
- তবে সহজ সমাধান
- স্বল্প লাভে খুশি
- তবে অল্প পুঁজিতে লোকসান
- যেখানে পা ডাকা যায় মোজায়,
- সেখানে সেন্ডেল পড়াটাই সোজা।
- যেখানে আমলকি খুবই তেতো,
- সেখানে রোজ রোজ করলা কেনায় ছুতো।
- যেখানে পুতুলে জড়ানো পোশাকের দাম বড্ড চড়া
- সেখানে ভ্যানে বোঝাই ছেড়া-তালি-জোড়া।
- বাহ পৃথিবী! চমৎকার
- তবে নিয়মতান্ত্রিক
- আমার আবার কিসের নিয়ম
- নিয়ম বানাই আমি।
- বিচার আমি সব মানি ভাই
- তালগাছ তাও আমারই।
- পয়সা দিলে নেয়না হেলপার
- নোট দিলে কয় ছিঁড়া।
- চোখেই তোমার ওষুধ দিবে,
- পেটের হলে পীড়া।
- বাহ পৃথিবী!  চমৎকার
- তবে নিয়মতান্ত্রিক।