সততার লড়াইয়ে-
মানুষ বলিয়ান হয়।
প্রেমের বড়াইয়ে দেউলিয়া।
শিক্ষা শ্রমে আউলিয়া হয়েও
মূর্খের ধনে দাও হাতি লেলিয়া।
শপথ নিয়ে শাসন করো
অবিচার করো রোজ।
প্রভুর দরবারে তুমিও সমান
ক্যাডার, ফকির, দরবেশ, কামার
সেদিনের করো খোঁজ।
ঘরের মারে ভাত দিতে লাজ
নেত্রী তোমার মা।
তুমিই খোদার প্রথম দুশমন
রাখো কিতাবে লিখিয়া।
আমিও চাই রোজ বড় হব
পারি না মাসের শেষেও।
তোমরা দ্রব্যের মূল্য বাড়াও
আমি বড় হব কিসে।
তুমি শকুন, তুমি বাজপাখি,
তোমার নেই কি মরণ।
আমারে দেখ শকুনের দল,
পায়েতে ঠোসার দখল।
আমার চোখের সাদা লাল আজ
যোগাইতে মুঠো ভাত।
তোদের ঘর হয় নতুন দালান
আমি অভাগা জাত।
কারা জানি কয়ে গেছিলেন
পড়িলে বেশি হবে সন্যাসী
একটু কমে রাজা।
তার চেয়েও একটু কমালে
রাজার খাস পেয়াদা।
কিংবা তুমি পড়িলে না কিছুই
শুধুই করিলে ছল
তুমিই আজ রাজার হাতিয়ার
মন্ত্রী মহাদল।
সন্যাসী হল শিক্ষিতেরা
স্বাক্ষর মিলায় চেকের
চামচিকারা আজ অট্টহাসে,
ভাঙ্গায় টাকা কিসের।
এমন আজব দেশ চলিছে
চলবে কতকাল?
মানুষ গুলো সব মারা যাক
কার কি চ্যাটের বাল!!