পান্নাবালা!
শহরে কেজি দরে বিক্রি হয় ভালবাসা।
শুধু অভাব ভোরের প্রতীক্ষার।
প্রতিটা ভোর এলেই এসেম্বলিতে দাড়ানো
শত শত মূর্তির মাঝে যাকে হারাতো না চোখ।
সেই মূর্তিটা চুরি হয়ে গেছে।
আলেগোছে সেই মূর্তি খুঁজে বেড়ায়
এই শহরের এক দাঁড়কাক।
দেখা হলেই চমকে উঠবে ভেবে
বুকপকেটে রাখা রং মুছে যাওয়া ছবি
এক টুকরো মলিন চিরকুট
আর লুকিয়ে রাখা কালো শার্ট নিয়ে
শহরের বিষাক্ত আকাশে তাকিয়ে থাকে
সেই দাঁড়কাক।
দেখা হলে তোমায় বিষাদ ফিরিয়ে দিয়ে
মুক্তি নিবে সেই দাঁড়কাক।