তোমায় -
আলিঙ্গন করে শরতের শুভ্রতা,
আলিঙ্গন করে শীতের কুয়াশা।
পদ্ম হয়ে ফুঠো তবুও
তোমায় ছোয় ভেসে থাকা ব্যাঙ।


তোমায় দিয়ে পুজো-টুজোও হয়,
আদরে রাখে মন্ডপের পরিপাটি কাসার থালে।
যখন তোমার প্রয়োজন ফুরোবে ওগো পদ্মীনী,
বুকে না নিয়ে দেবে ফেলে।