- মেঘেদের খামে করে,
নীল বিষের পেয়ালায় রক্ষিত
নিশাচর ভালবাসা আমি আজো-
স্মৃতির শহরের উদ্দেশ্যে ডাকবাক্সে ফেলি।


এই ডাকবাক্সের পিয়ন কে আমি চিনি না
পরিচয়ও হয়নি কখনো।
জানি না এই খামটি তার কাছে পৌছায় কিনা
আমি যে ভালবাসি তারে এখনো।


রোজ শহরের ধুলোর ভীড়ে-
আমার আহাজারি কেউ শুনতে পায় না।
আমার ব্যথিত হৃদয়ের চিৎকার-
শুনতে পায় না সে।


এক ধনুকের ফলায় আমার বিক্ষত হিয়া'য়
এক রতি সালফিউরিক এসিড ঢেলে দেই রোজ।
আমার শহরের সব ঠিকানা উধাও -
সে নিজেও নিখোঁজ।


তান্ডব থেমে যাওয়া শহরে, ক্ষতির পরিমান ব্যাপক
সংঘর্ষে সংঘর্ষে সবকিছু নিঃশেষ হয়।
এক সমুদ্রে শত সহস্র জল শুকায় আমার চোখে-
শুধু বেচে থাকে নিষ্পেষিত ভালবাসা।


এক চন্দ্রগ্রহণে যখন পৃথিবীর সব আলো নিভে যায়,
আলো ফুটবার অপেক্ষায় শত চাতক।
আমার শহর জুড়ে ঘন অন্ধকার নেমে আসে রোজ-
শুধু আলোর বেঈমান পাপিনী পলাতক।