আলো হতিন-
কুমোর পাবি কই,
তর কলসের ঢাকনা উদাম-
পানি রাখস কই।


আমার জোলায়,
ডোল বানাইয়া-
মাইজঝাল করছে ভারী।
জোলায় এখন হোতব কোনে
আমি অ তো নারী।


তাই বলে কি ঢাকনা ভাঙ্গি
কলসি করবি লুলা?
জোলায় কি তর মন বুজে না
হুলাইক্কা তর ডুলা।


ঘরের ইন্দুর বান কাডে না,
আলো আমার পরশি,
আমি এখন ভিজা থাকি,
কি দরকার আর কলসি!


তাইলে হতিন, বিয়াস না কেন?
পানি পড়া খাইস।
তারপরেও কাম না অইলে
আমগো বাড়ি যাইস।


তগো বাড়িত কোনের ফকির
কবে গড়লো ডেরা?
নাকি তরার দেওরা আছে
আবিয়াইত্যা ছেড়া!


ওলো হতিন, কম কথা ক
জোলাডারে ছাড়।
আমার দেওর রাজপুত্তুর
হবি নি হের খাবার।


আমার কি আর স্বাদ আছে লো
খাইব কি আর দেওর।
আমার জোলায় না খাইলেও
খাইছে আমার বাউর।


আলো হতিন মুখপুড়ুনি,
লিল্লা টিল্লা দে।
পর পুরুষে সব গেছে তোর
জোলাও বুইজ্জাছে।


আমার জোলায় বলদা আছে
বুজে না লো অত।
আমার কলস হইলে ফুটা
জোলায় বইব পথ।