মন্ত্রমুগ্ধকর তাহার বচন
নির্মল-ছলোছলো তার নয়ন
মুখবদন দেখা হয়নি যদিও তখন
প্রেমে মজেছিনু আমি তার।


একি হায়! ভিন্ন ধর্ম তার
তাতে কিবা যায় আসে আমার!


আমি যে খোদার-সেও যে তার
সৃষ্টি নির্মল মাটির।
কেনো মিছে ভেদাবেদ?
আমি মানি না এ অবিচার!


ভয়ে ভয়ে দিয়েছিনু তারে বার্তা
সে তা নেয় নি ডের, ছুড়েও ফেলে দেয় নি
শুরু হয় কথার যাত্রা।


তার সাথে কথা হয়,
তার অপেক্ষায় রই।
সে কি হবে মোর কখনো কভু?
প্রার্থনায় তারে পেতে মত্ত হই।


তার ছবিখানি বারবার দেখি
যা দিয়েছিল সে নিজ,
আমি তো তাতেই করিয়াছি রোপন
ভালবাসা নামক বীজ।


হবে কি আমার, শুভ খানি আর
গাথিয়া হৃদয় বীনায়!
সেই যদি হয়, নিশ্চুপ রয়;
শুভ মোর হয়ে যায়।


আমি আর্জি দিয়েছি তারে
তার প্রভুর কাছে যেন কয়;
ভূলোক কিংবা দিব্যলোকে,
সে যেন মোর হয়।


কেনো মিছে ভেদাভেদ!
পূর্ণ করো প্রভু
সব কিছুতেই শুভ করে দাও,
আমি নরাধম তবুও।