জল নেই কোথা যেন চোখ অবধি
তোমার প্রেমেতে আমি হয়েছি বধির,
চোখের দুপাতা যেন নদীর কিনার
বুকেতে জমে গেছে ব্যথার মিনার।


আমার ঐ হাসি ছিল প্রাণ ছলে পুর
আজ আমি লুকাই হাসি বেদনা বিধুর।
হাসি দিলে গড়িয়ে পড়ে যায় মাঠে
টগবগে চোখ মুছি নোংরা শাটে।


আমার নয়ন জুড়ে লবনের চাষ,
সমুদ্র পালায় যেন পায় খুব লাজ
আমার গহীন মনে আকি কত কি
প্রিয়তার রেশ রয়ে গেছে কিছু বাকি।


হঠাৎ কখন যদি আমি হারিয়ে গেলে
মনে রেখো সেদিন যেনো সুখ তুমি পেলে।
আমিও ব্যথায় পুড়ি রোজ কত শত
তবুও ভুলি নি, তোমারই মতো।