পূজারিণীর পূজা শেষ হলো না আজও
তার সিঁদুরও হয়নি মলিন।
তার হাতের শাখায়ও পড়েনি কোন আঘাত,
সে পূণ্যবতী হউক।
ঠাকুরগৃহে তার বাস
ঠাকুরের সাথে তার চাষ,
তার দুধে আলতা বদন হেরিয়া
ভাঙ্গে ঠাকুরের উপোস।
ঠাকুর চটে না পূজারিনী পানে,
ঠাকুর মঝে রয় সঙ্গমের ঘ্রাণে।
ঠাকুরের মন্ত্র চুরিল কে গো
ঠাকুর কেবল তানপুরা চায়।
পূজারিনীর নকল রূপে ঠাকুর হইয়া বশীভূত,
সকল মন্ত্র জলে ভাসাইল
জলে স্থলে ঠাকুরের লাজ আজ
পূজারিনীর সিঁদুর আরো উর্বর।
নতুন ঠাকুর আবার আসিবে,
আড়ালে হাসে পূজারিনী
পূজা হয় না শেষ।