পান্নাবালা
তুমি যদি পুতুল নাচের ইতিকথার
মতি হইতা!
আর যদি আমি তোমারে কুমুদ হইয়া ভালবাসার
নাম কইরা আমার কইরা নিতাম!
তারপর যদি মতি কুমুদের মত
আমাদেরও বিয়ে হইয়া যাইত!
তোমারে যদি খুপরি ঘরে থাইকা
বনবিহারীর খুকি ডাক শোনা লাগতো!
জয়ার মতো যদি কেউ তোমারে নিরিহ করতো!
তাইলে তুমি কেমন থাকতা?
রূপকথার রাজপুত্র প্রবীর তো আমি না
তোমারে তো রানী বানাইতে পারতাম না।
তোমার হারখান বিক্রি কইরা যদি
তোমারে কান্না উপহার দিতাম!
খুব সুখ পাইতা?
আচ্ছা!
তাইলে সেই গল্পের শশী ডাক্তার হইতো কে?
তোমার খোজ করার জন্য তো পরাণ নাই!
শশী ডাক্তার না থাকলে কি তোমার
জ্বর ভালো হইতো!
তেমনি আমিই নাহয় তোমার গল্পের
শশী ডাক্তারের ভূমিকা নিলাম।
তোমার জ্বর কমাইয়া পর বানাইয়া দিলাম।