মানব মনের জোড়া,
লাগে আঠা ছাড়া।
যদি হয় স্বার্থ ছাড়া,
পরার্থে জীবন স্বর্গসুখে ভরা।


সে প্রেম হয় সুখময়,
করিও না প্রিয় কোন ভয়।
যদিও চলিয়া যায় এ প্রাণ,
তুমি সখা
থাকো হৃদয়ে, ভালবাসা
পাহাড় সমান।


তবে, আসিও ফিরিয়া
হৃদয়ও নীড়ে।
রাখিব এ প্রাণে যতনো করে।
যদিগো প্রিয় হারিয়ে যাও তবু
রাখিব মনে, মোর এ প্রাণে
ভুলিব না তোমা কভু।


রাখিও আমারে মনে,
মনেরো গহীন কোনে।
পারো যদি কখনো কভু!
আমাতে তোমার স্মৃতির এ সিন্ধু,
মনে করিও ওগো প্রাণপ্রিয়,
মনে করিও এক বিন্দু।