জীবন থেইক্কা এক্কেবারে হারায় যামু একদিন,
না থাকিবে দেনা-ফেনা, রক্তচোষা ঋণ।
এই যে আমার জীবনখানা, কতইনা ফিকে
মা বাপ তাও আশা নিয়ে তাকায় মুখের দিকে।
বাইচ্চা থাকি স্বপ্ন নিয়া, কাল হবে খুব ভালো
কাল গিয়ে পরশু এলেও হইল না তাও ভালো।
এমন জীবন জটিল কেনো, সূত্র মিলে না
দম ফুরানোর সময় খুজি, তাও মিলে না।
চিন্তা যখন মাথার খাবার, চিন্তা কিসের করি,
চিন্তা আমার ঘুম কেড়ে নেয়, লাগে ঘুমের বড়ি।
হায়না হলো দামের বাজার, পকেট কেটে খায়
ঢাকার টাকা ঢাকায় থাকে, বাড়িতে না যায়।
চাকরি করি, মাইনে ভারী, পাইনা হাতে কড়ি
আগাম বেতন নিয়ে নিয়ে মাস কাবারি করি।
কত্ত সখের জীবন ছিল, ঐ না ছোট কালে
ডাক্তার-ফাক্তার, বিমান চালক হমু বড় হলে।
হইছি বড় বাড়লো বয়স, গেলো রঙ্গিন দিন,
বিমান দেখি আজও দূরে, বাড়লো কেবল ঋণ।
সুখের বৃষ্টি নামলো বুজি সেই আশাতে থাকি,
ঋণ শোধিব, সব করিব, তাই প্রভুরে ডাকি।
আমি প্রভু ভীষণ পাপী, সেজদা দেই না ভয়ে
রাত্রিখানা বাড়লে প্রভু ডাকি তাই নির্জনে।
আমায় প্রভু ক্ষমা করো, কবুল করো আর্জি
হজ্জ করাবো মা-বাপেরে তোমার হলে মর্জি।