পান্নাবালা!
যেদিন নয়নতারা ফুলে
রচিত হয়েছিল প্রেম উৎসবের।
সেদিনের ঐ অস্পষ্ট হাসি যেন
এখনো আমি স্পষ্ট অবলোকন করে যাচ্ছি।
তা কি কেবলই মিছে ছিল?
না কি বৃষ্টি শেষের রংধনুর মত
কিছুক্ষণের জন্য তৈরি হয়েছিল
সেই প্রেম উৎসবের!
নাপিতের ক্যাচ ক্যাচ ক্যাচির শব্দের মত
নিরবে কেটে চলেছে এ হৃদয়।
কেবল রক্তক্ষরণ হলেই
সৃষ্টি হতো ভয়াবহ বন্যার।
ভেসে যেতো তোমার অভিমান কিংবা
অভিনয়ের দিগবিজয়ী সুরগুলোও।
আমি জয়ী হতাম।