যেখানে বয় নিরবধি,
চোখের জলের সাথে সাঝের সমাধি।
তারার সাথে বায়ুর হুংকার,
প্রেমিকার মা মানেই অহংকার।


প্রসন্নতা যেখানে সুখ মোহময়,
সেখানে পৃথিবীর জয় নিশ্চয়ই।
যদি পরে ঢলে পরে পিপীলিকার পথ,
ভঙ্গুর জলস্রোত করে গতিরোধ।


জীবন যেখানে ছন্দের নাম,
সেখানে কিসের জয়,
জাদুকরী খাম!
নিমিষেই চুকে যায় খাটি প্রেমের দাম।


যদি তব সুখী রও, করো ওগো ক্ষমা,
নাহলে রয়ে যাব, হয়ে অচল।
না যদি সুখের ছায়া তোমাকে না ছোয়,
ঝড়বে আমার নয়ন শুধু, স্তব্দ চোখের জল।