আকাশের ভীষণ দুঃখ, ভীষণ অভিমান।
নিরবে সয়ে যায়, মেঘের ভেলায় উড়ে।
জীবনের কিছু স্মৃতি হয়ে যায় গান।
নির্জনে সক্রিয় হয়ে পোড়া হৃদয় আবার পোড়ে।
যেন শ্মশানে সবদাহ পোড়ানো কয়লা;
পুনরায় কামারের লোহা পোড়ে।
ব্যথিত ঝি ঝি পোকারা অঝোর কান্নার গান গায়,
রাত্রি নামে, গভীর হয়, রয়ে যায় তার শূন্যস্থান।