আমার বিষাদের দিনগুলি
জানিনা কবে হবে অন্ত।
শূণ্যস্থানটুকু কেবলই তোমার,
আমার নিরাশার রাত্রির যত।


যেন ময়নাকাটায় ঘেরা এ পথ,
ওপারে তোমার গৃহ।
জলাঞ্জলী দাও প্রিয়তমা মোরে,
আমি সাগের ভাসি।


এ যেন এক নিষিদ্ধ নগরী,
আমি অন্ধকারে,
রাতের জোৎসনা মিটিমিটি হেঁসে
তোমারে দেখায় মোরে।


এ যেন এক মাতাল ব-দ্বীপ
নিশাচর আমি কেবল,
ছোবল মারে হিয়ার পিয়া,
শূণ্য করে আমারে।


এ যেন এক বিশাল শূণ্যন্থান
হয়না পূরণ ঢেলায়।
তুমিহীন এই শূণ্যস্থান
কি দিয়ে বল ভড়াই।


হাঁসির শব্দে মাতাল হয়ে
আমার সবই গেল।
শূণ্যস্থানে তুমিই রবে
যদিও ভুলে থাকো।