এমনই এক সূর্য না ওঠা সকাল যদি
তোমার আমার গন্তব্য হতো!
তাহলে কি খুব বেশিই ক্ষতি হয়ে যেতো?
মেঘনা নদীর জেলেদের সাথেই
আমরা নাহয় পাড়ি দিতাম এই নদী।
তীরঘেষে ঘরে ওঠা এক ছোট্ট ছাউনিতে
তুমি আর আমি পার করে দিতাম কয়েক সহস্র বছর
তোমার মাতাল করা চুলের সুভাস আমায়
বারবার পরাজিত করেও জয়ী করে দিত নাহয়।
এমনই এক সূর্য না ওঠা সকাল যদি
তোমার আমার গন্তব্য হতো।
আমি মেঘনা নদীতে তলিয়ে যাওয়ার বাহানায়
তোমার গভীরে ডুব দিতাম।
অতঃপর আমার লাশ ভেসে উঠতো
তোমার ভালবাসার শহরে।
ঠিক এমনই এক সূর্য না ওঠা সকাল যদি হতো
তোমার আমার গন্তব্য।
সূর্য উদিত হতে শুরু করলো-
তাই এই ভাবনা ভিত্তিহীন হয়ে রইল।


তারিখঃ ২০/০৩/২০২২
স্থানঃ মেঘনা নদী