মিছে ভয় মিছে দূরাশা,
কারিসনা পরের আশা।
যে আশা নিজ মনে
বাধে নারে বাসা।


ভালবাসা নাকি কঠিন তপস্যা!
বিদগুটে কালো রাত
কিংবা কোন অমাবস্যা।
যেখানে শুধুই ভয়; মিছে সব আশা।


তাহলে কেন পাচ্ছ তুমি,
হারানোর ভয় আমাতে!
আমিতো কবেই হারাইয়া গেছি
স্বর্ণ-লতার পাতাতে।


হারানোর ভয় শুধুই আমার
তুমিতো নিরপেক্ষ।
হারিয়ে ঠিকি যাবে নাতো আবার?
আসিলে বরপক্ষ!