জীবন খুজে পাওয়ার বদলে
খুজে পাই দানবীয় হাহাকার!
আমি অধৈর্য হতে হতেও জীবন খুজি।
আমার নিত্য নিয়মের সমরে,


আমার আমি জীবন খুজি-
নাস্তাবিহীন এক সকালে।
আমার আমি আবছা বাঁচি -
জলের ছটায় মুখ ভিজিয়ে।


আমার কথায় জোড় রাখি খুব
কেউ না জানুক দুঃখ কিসের।
আমার আমি কম মিশি খুব
কেউ যেন না বুঝবে কিছুই।


আমার আমিই ভান ধরে না,
লুকায়িত ছোট্ট শিশুর।
নাটক ফাটক তাও জানে না,
লাগুক তবুও অসুর অসুর।


আমার বুকের একটা থালায়
শাক ভাজি আর ভর্তা রাখি।
আরেক খানা থালায় আমার
দুই চোখেরই জলই রাখি।


ফলের বাটি রাখব কোথায়
নেইযে বুকে কোন টেবিল।
উড়ছি যেন ছুড়তে কঙ্কর,
হয়ে যেন সেই আবাবিল।


দুধের স্বরের স্বাধ খানিও
বিনাশ করি মোছ ভিজিয়ে।
অনেক কিছুই দূরে রাখি,
পেট খারাপের ভয় দেখিয়ে।


আমার আমি স্বপ্ন লুকাই
নতুন কোন স্বপ্ন পেলে।
আমার আমি প্রেমও লুকাই
হাজার মিছে গল্প বলে।


আমার আমি চক্ষু লুকাই,
তোমায় ভুলার কথা হলে।
আমার আমি দুঃখ খুঁজি,
ভালো থাকতে চাইছি বলে।


এমন করেই রোজ কেটে যায়,
আমার আমি মিথ্যা হাঁসি,
হঠাৎ করেই আবার তাকাই,
তোমার অভাব লাগলে বেশি।