আমি নৈমিত্তিক প্রয়োজনে
তোমার ছলনা ভুলে রই।
যদি ভুল করেও ভুলে না যাই একদিন,
তুমি রোজ পুড়ে হবে ছাই।
আমারে প্রেমের চন্দন চিতায় পুড়িয়েছ
আমি অগ্নিপিন্ড হয়ে হয়ে ফিরেছি,
আমি রোজ পোড়াই পাপিনীর,
ছলনাময়ী চুলের রুপ;
পোড়াই আড়চোখের দুষ্টু চাহনি।
আমি জ্বালাই এখন জ্বলতে বারণ,
আমার এইরূপ ভুলেও কখনো দেখনি।
তুমিতো নেহাত এক পরিত্যাক্ত ডোবা,
আমি পাপ ছুই খুব, ছুই না প্রেম
আমি সমুদ্রে ডুবি, ডোবায় ফেলি ছেপ।