আজ আমার শহর ছেড়ে দিয়ে যদি
খুজি তোমার শহর!
আবছা আলোর অন্ধকারে
জ্বেলে জোনাক প্রহর!
বুকের তারার পঞ্চভুজে
হিজল ফুলের মোহ!
শাড়ীর কুঁচির ভাজ এড়িয়ে
দোলে তোমার দেহ।
ছেড়ে আসব আমার শহর
হলুদ পাখি সহ,
আকাশ ভীষণ মেঘলা হলো
আসলো নাতো কেহ।
এমন শহর ছেড়ে এলে
তৃষ্ণা বুকের কোনে।
তোমার শহর নিত্য থাকুক
হাসি খুশির বাণে।