তাহার নাকি ত্রুটি নেই,
তার বিশাল স্বত্বা।
আমাদের প্রেমে নাকি ছিলনা ভবিষ্যৎ
তাই করেছে ইয়ত্তা।


তার চাহনিতেও ত্রুটি নেই,
আছে মাধুর্যতা।
আমাকে ভষ্ম করেছে তবুও
তার আঁখিই তার প্রিয় স্বত্বা।


তার চলনেও ত্রুটি নেই,
চলে বিদ্যুৎগতিতে।
কিসে তার যায় আসে,
আমার ভালো-ক্ষতিতে!!


তার হৃদয়ে ত্রুটি নেই,
আছে বিলাসিতা।
আমারে পোড়ায়ে সে
জ্বালে দ্বীপ শিখা।


তার নেই কোন ত্রুটি,
নাই কোন ভ্রূকুটি।
নাই মাথা বেদনা,
আমি কেনো মরি না।


ত্রুটি নেই কহে রোজ,
রোজ করে মাথা ভোজ,
কেড়ে নিয়ে নিদ্রা,
বলে তার ত্রুটি নেই,


চুপি চুপি বলে হেঁসে,
পাগলটা গেলো শেষে,
বেঁচে গেছি জীবনে,
ত্রুটি কি আর ভূবনে।


ছায়ামেঘ চেয়ে কও,
কারে তুমি ত্রুটি কও?
তার দেয়া ছলনা!
নাকি মোর ভাবনা!


আমি তবে চুপ হয়ে,
শুনি নত জানু হয়ে।
সব তবে ত্রুটি মোর,
তার কোন ত্রুটি নেই।
স্বাক্ষী সজাগ ভোর।