জানিনা কেনো!
তারপরও তাঁকে আপন মনে হয়।
তাঁর জন্য অপেক্ষার প্রহর ঘোলাটে হয়।
আসে না সে,
আসে না তাঁর উত্তর।


বুকে পাথর চেপে,
আবার অপেক্ষায় রই,
সে আসবে ভেবে এখনো আমার,
সন্ধ্যা হয় রাত প্রহরে।
তাঁর জন্য সবটুকু ভালবাসা আমার,
আধার রজনীতে ডুকরে কেঁদে মরে।
তাঁর জন্য মনের দেয়ালিকাটা,
দিনরাত এক রং এ অবস্থান করে।


সে অপারগ কিনা জানি না,
তাঁর চোখের কাঁটা কিনা তাও জানি না।
সে ভালবাসে কিনা তাও জানি না।
শুধু জানি এটুকুই,
আমি এক নির্বোধ প্রেমিক তাঁর,
অতি ভালবাসি তাই হয়নি সে আমার,
আমি তারে পাব বলেই অপেক্ষায় বাধি ঘর।
এভাবেই কেটে যায় আমার, অপেক্ষার প্রহর।
অপেক্ষায় রই.….......….....