তোমার এলো চুলে, হাওয়ার ছটা
ঘুমটা একটু দূরে; আহা দারুন
রূপের আলোয় ঝলসে যাব
দেখলাম নারে ভেবে।


কালো জামায়, টগবগে যব
যেন সোনায় মোরা; পাগল হলে
দোষ দেব কার; হাঁসিতে যেন মরা
আহা বিষাদ, না ভেবে আমি পোড়া।


জলের ফোটা, ঘামটি যখন
তোমার টুটি বায়; আহা আমি
সব ভুলে যাই; ছুয়ে দিতে চাই
এই না ভেবে কেবল আমি; সোনালী হারাই।


নখের আকার, আহ ছড়াকার
ছড়া ধরো আবার; নখ বড় কেন
কাটো না কেন? ভেঙে দিলাম এবার!!
মিছে কেবল শাসন বারণ; না ভাব সব এবার।


তোমার হিয়ায়, নাই হলো ঠাই
চুপটি ছিলে তখন; মরণফাঁদে রেখে
আমায়; অট্টহাসো এখন।
এই বুজি সব! না ভেবে হায়?


না ভেবে হায়; প্রেম ছলনায়
মারলে কেন মোরে; জ্বালার পিরিত
বিষে ভরা; মরছি ধীরে ধীরে।
না ভেবে হায়; চুপটি করে, গেলাম নাহয় সরে।