ছিলেন তিনি মহাজ্ঞানী সবেতে স্রষ্টা,
মোরা করতাম তার পুজা তিনি অকাল দ্রষ্টা।
যাইতেন তিনি যথাতথা মোরা যাইতাম সঙ্গে,
নিজের বাড়ি বা পাশের বাড়ি কিংবা উত্তর বঙ্গে।
তিনি ছিলেন আদর্শ মোদের সবেতে হলেন ধন্য,
মোরা হলাম ক্ষুদ্র শিষ্য তার কাছে নগন্য।
বলিতেন তিনি দিবি সবসময় আদর্শেতে ডুব!
জানিতাম না মোরা আদর্শ তার নিশিতে হইত চুপ।
একদা দেখিলেম বালিকা একটি তাহার বাহুডরে,
হায় হায় করে বলিয়া উঠিলাম আহা সে কি করে কি করে।
বলিলেন তিনি নয়কো এটি বালিকা এ মোর ভাবশীষ্যা,
ঢং তার দেখিয়া বলি এযে একেবারে বেশ্যা।
ক্রমে ক্রমে প্রকাশিত হল তাহার সকল বেশ,
আদর্শ তার উপরে উপরে তলেতে নিঃশেষ।
বুঝলাম তখন এরা কেবল উপরেতে সুবাসিত,
অন্তর এদের কয়লাপুর্ণ কেবলি তা দূষিত।
লোভ এদের অন্তরে কেবল বাহিরে অপ্রকাশিত
উপর এদের সাজানো-গোছানো অন্তর কলুষিত