কখনো কি দেখা হবে জানিনা আমি
তোমার সনে এক ক্লান্তিকর দুপুরে
জানবেনা মোর ভালোবাসার কথা
দেখবেনা মোর কান্না ভেজা চোখ
তোমার কি মনে পরবে আমার কথা
নাকি স্মৃতিপট থেকে যাব হারিয়ে
দেখব তোমার চন্দ্র হাস্য মুখ
আমি তখনো তোমায় চাইবো
হয়তো তখন তুমি বুড়িয়ে যাবে চোখে ভারী চশমা নিয়ে
মনে পরবে না আমার লেখা কোন গদ্য
সদা সুখে থাক হে
স্রোতস্বিনী পদ্য