তখন আমার বয়স কম
বার কিংবা তের
কৈশরে প্রবেশের আনন্দে
জীবন টলমল
প্রথম জীবনে আসেনি কো প্রেম
এসেছে বই এর পাতা
জীবন আমার পালটে গেল
ঘুচল মনের ব্যথা
রবীন্দ্রনাথ কিংবা নজরুল কিংবা
জীবনান্দ
এদের পড়ে জীবনে আমার প্রকাশিত হল ছন্দ
বয়স যখন হল আমার ষোল থেকে কুড়ি
তৃষ্ণা আমার বেড়ে গেল কমতে লাগল ভুড়ি
তৃপ্ত আমি সিক্ত আমি তবু বাড়ছে ক্ষুধা
লাগবে না মোর কোরমা পোলাও লাগবে
সাহিত্যের শুধা