সুবোধ  তুই পালিয়ে যা
নগরীর একপাশে যখন আনন্দে জীবনকে করে হেলা
অপর পাশে জীবনের মানে বে তুচ্ছ করে খেলে মরন খেলা
সুবোধ তুই পালিয়ে যা
একদিকে যখন ফলাফলে জগৎ যখন নাচে
অপরদিকে আত্মীয়তা ফলাফলকে লাথি মেরে বাচে
সুবোধ  তুই পালিয়ে যা
একটা সময় স্বপ্নগুলো হেসে খেলে যখন বাচে
অপরদিকে বাস্তবতা স্বপ্নকে নিয়ে নাচে
সুবোধ  তুই পালিয়ে যা
সুবোধ  তুই পালিয়ে যা
একই বয়সের একটা শিশু বস্ত্র করে ছিন্ন
অপরদিকে অন্য শিশুর বস্ত্র যে নগন্য
একটা সময় নারীদের করো দেবীতুল্য জ্ঞান
তাদের আবার নগ্ন করে দাও পতিতার সম্মান
সুবোধ  তুই পালিয়ে যা
লোকালয় ছেড়ে এদোঁ গলি আকঁড়ে বাচিস না
তুই তার চেয়ে পালিয়ে যা
সবুজ মেঘের তলে নীল গাছেদের ছায়ায়
সুবোধ  তুই পালিয়ে যা