এ কোন কল্পকাহিনী নয়,
নয় রূপকথা থেকে
নেওয়া কোন গল্প।
এ যে এক আবেগী মনের
ভালবাসার গল্প।


কবি তার কবিতার ভাষায়
শিল্পী তার গানের ভাষায়
চিত্র শিল্পী তার রংতুলির
ভাষায় লিখে তার ভালবাসা,


আমি তো আর কবি নয়
লিখব কবিতা তোমার জন্য
আমি তো আর শিল্পী নয়
গাইবো গান তোমায় নিয়ে
তবুও লিখেছি দু-চার পাতা
নানা উপমা দিয়ে।


আমি রাত জাগা জোনাক নয়
যে আলো হয়ে জ্বলবো
আমি কোকিল নয় যে
কুহু সুরে বলব!


আমি স্বপ্ন চরে বাসা
এক স্বপ্নবিলাসী যুবক মাত্র
যে কিনা স্বপ্ন বুনেছি
তোমায় নিয়ে দিবারাত্র।


আমি মেঘময় আকাশে
ভেসে আসা কোন রংধনু নয়
আমি ছেই ভালবাসা যার স্বপ্ন
ভালবাসা যার জয়।