অন্তরা,
তোমার পায়ে আমার একে দেওয়া আল্পনাটা বিলীন হয়েছে বহুদিন,
বহুদিন তবে খুব বেশি দিন নয় ,
তোমাকে দেওয়া শেষ চিঠি খানা আমার হাতে লিখেছিলাম,
মুখ বন্ধ খামে তোমার উদ্দেশ্যে পাশের নর্দমায় ফেলে ,এক বোতল ঘৃণা তুলে নিয়েছিলাম,
কেন যেন সেদিন মনে হয়েছিল চিঠি খানা তুমি পড়তে,
তবে অনেকসময় পরে আমার মনে হয়েছিল সে কথা,
সস্তা কাগজ নর্দমার পানিতে একটু একটু করে ভিজছিল ,আর আমি দেখছিলাম,
কেন যেন আমার ভালবাসার বিসর্জন দেখতে ভালই লাগছিল,
কাগজ টি সস্তা ছিল,
বলপয়েন্টে লিখা বাজে হাতের লেখার একটা কাগজ সেদিন কারো চোখে পড়েনি,
আমার ভালবাসার মত সেও হারিয়ে গিয়েছিল সেদিন,
আমি জানিনা আমার মৃত্যুর খবরে তুমি কেঁদেছিলে কিনা,
তবে আমি খুব ভাল করে জানি আমার লিখা শেষ চিঠিটা পুলিশ হন্যে হয়ে খুঁজেছিল,
কেনো জানো?
শুনেছি সুইসাইড নোটে পুলিশের খুব আগ্রহ,তাই হয়ত বা,
পুলিশ তা খুঁজে পায়নি,তোমার চিন্তা নেই,
তবে খুঁজে পেলে জানতো ভালবাসা কেমন নির্মম ভাবে মানুষ মারতে পারে।।


ফাহাদ(২৭.০৪.২০)