প্রিয়তমা আমার,
তুমি বলেছিলে, প্রলয়ঙ্করী সে ঝড়ে
আমার বিনাশ নেই,
আমি টিকে যাব কোনমতে—
আমার জীবন হবে
দলছুট এক পাখির জীবন,
আমি নিঃস্ব হবো, নিঃসঙ্গতায় থিতু হবো__


আমি নিঃস্ব হয়েছি...


প্রিয়তমা আমার, তুমি জেনো
পৃথিবীর নিঃসঙ্গতম পাখি নাইজেলের
নিঃসঙ্গতার অবসান হয় একদিন
আমারও তাই হবে প্রিয়তমা, তাই হবে—
কেবল মৃত্যু-ই পারে নিঃসঙ্গতায় ইতি টানতে!


একটু শুনো, প্রিয়তমা...


সুপার সাইক্লোনে যার বিনাশ নেই
মৃত্যুর কাছে তার এমন পরাজয়
অগ্রাহ্য নয় কি!
ঝরা ফুলের পাপড়ির আঘাতে
দলছুট এই পাখির
অপমৃত্যু হোক তবে!