পথে ফোটে থাকা ক্ষুদ্র ঘাসফুলে মুগ্ধনেত্রে
তাকিয়ে আছে অবাক পথিক—


একটি কদম্বফুল কালবোশেখী ঝড়ের তোড়ে ঝরে
পড়ে আছে পিচঢালা পথে-
পুষ্পমাল্যরুপে কোনো প্রেমিকার কন্ঠে
ফাঁস নিতে অক্ষম ফুলটি
ভোরের প্রথম বাসের রবারের চাকায় পিষ্ট হতে চায়;
শাপমোচনের অপেক্ষা—


হাঁটছে পথিক...
পদাঘাতে আহত হলো ফুল;
আহত সে ফুল কুড়িয়ে নিয়ে
সঙ্গিনীটিকে ঢিল ছুড়লে পাতাকুড়ানি মেয়ে
কৃষাণী মেয়ের গ্রীবা ছুঁয়ে আত্মাহুতি দিল কদম্বফুল—


তাকিয়ে আছে অবাক পথিক
ঘাসফুল মাড়িয়ে হাওরের আলপথ ধরে
হেঁটে যায় কৃষাণি বধু—


অগ্যস্থ ফুল প্রেমিকার পদচুম্বনে অমরত্ব লয়—