ন'টা-পাঁচ টার ডিউটি সেরে
দশটাবধি উপরি কাজে সময় দিয়ে
এগারোটায় ঘরে ফিরি- লজিং মাস্টার
অবসাদে কাবু হওয়া ক্লান্ত শরীর
এলিয়ে পড়ে, ঘুম আসে না
কেন আমার ঘুম আসে না!
স্বপ্নহীন মরণ ঘুমে সকাল হবার
কথা ছিল, ঘুম আসে না
কেন আমার ঘুম আসে না!


খুব সচেতন মুছে ফেলেছি অতীতটাকে
দূর অতীতে— কোন সে দুঃখ, পিছু টানে
মগজ আমার লন্ডভন্ড—বিধ্বস্ত বুক!
চোখ সে তো এক মরা নদী—
কোন সে অচিন জোয়ার এসে বর্ষা নামায়
অথৈ নদীর বাঁধ ভেঙে যায় কি নিদারুণ!
নোনা জলে নখ থেকে চুল সারা শরীর
আমায় পুরো ভিজিয়ে দিয়ে
অবসাদে কাবু হওয়া শ্রান্ত শরীর
ঘোমের ঘোরে মুক্তি নিলে
শেষ রাত্তিরে, ভাটার টানে!


কাল সারাদিন কর্মমূখর
কাল সারারাত বেদনা বিভোর
কাল সারারাত ঘুম আসে না
ঘুম আসে না, কেন আমার ঘুম আসে না!