ফুলটির সাথে কথা হয়েছিল
একবার, দু'বার, বহুবার
সবরকমের কথা হয়েছিল
মূল্যহীন-অমূল্য
যা নয় কুকথা, সব
কথা সব ছিল
একটি পাখি ও ফুলের__


পাখি ও ফুলের কি কথা হয়?
প্রেম কি হয়? পরিণয়?


এ গাছ ও গাছ উড়ে পাখি
শত রকমের শত ফুলের সাথে
হয় দেখা, কথা হয়, প্রেম ও হয়
মিলিত হয় পাখি ও ফুলের ঠোঁট
ফুলের ঠোঁট খসে পড়ে যায় একসময়;
মধু শেষ হয়ে এলে পাখি দূরে যায়-
নবযৌবনা অন্য ফুলের সঙ্গে
পাখি ঘর বাঁধে ক্ষণিকের__


এই কি স্বভাব পাখির?
ফুলেদের সঙ্গে কিছু পাখি
নিত্যই কি করুণ খেলা করে!


যে ফুলটির সাথে কথা হয়েছিল পাখির
একটিও কাঁটা ছিলোনা তার গাঁয়
ফুলেদের গাঁয় কখনো কাঁটা থাকে না
কিন্তু যে শাখে ফুটেছিল সে ফুল-
নির্মম কাঁটাযুক্ত ছিল সে শাখ
তাইতো পাখিটি ফুলের খুব কাছাকাছি
যেতে পারেনি কোনোদিন
বসতে পারেনি কোলের খুব কাছে
মিলিত হয়নি পাখি ও ফুলের ঠোঁট
শুধু কথা হয়েছিল দূরে থেকে
যা নয় কুকথা, সব__


তারপর? তারপর ফুলটির জীবনে
একদিন সেই পাখিটি এলে
যার শরীরে কাঁটা বিঁধে না কভু
সেই যে পাখি মধু ভালোবাসে শুধু
ছেড়ে চলে যায় ভোগের শেষে__


আর এই পাখিটি?
এই পাখিটি সেদিন থেকে অন্ধ হলো
প্রিয় ফুল হারালে পাখি একইসাথে
অন্ধ এবং বধির হয়ে যায়__