(১)
ভালোবাসার কথা ছিল যার আমারে
সে এখন ভালোবাসে নদী আর ফুল
ভালোবাসে আব্বারে—


আমি তারে ভালোবেসে হারায়েছি কুল
আব্বারে খুঁজে ফিরি তারাদের ভীড়ে—


(২)
বলেছিলে, হবে নাকি
মেহেদি-রাঙা হাতে বৃষ্টিবিলাস!


তবু হলে সংসারী
আমি দিশাহারা, গিলছি শরাব—