ক্ষুদ্রকায় একটি ভ্রুণ...
মাতৃগর্ভ...
হাড়, হাড্ডি, মাংস...
নবজাতকের বিচরণ
ধূলির ধরায়।
অতঃপর, সূচনা—
ক্ষুদ্রকায় শূন্যের
শূন্যতার মহাসাগরে
অথৈ ডুবসাঁতার—
দুই সেন্টিমিটার ব্যাসার্ধ্যে
কাঠ-পেন্সিলে আঁকা শূন্য;
শূন্যতার প্রতীক আসমান;
দু'য়ের তফাৎ শুধু আকারে।
এটুকুই কবিতা!
শূন্য থেকে পূর্ণত্বের
অমীয় সুধার অন্বেষায়
কেটে যায় পুরো একটি
মানবজনম; অপার শূন্যতায়—
কালি আর কলমে অস্তিত্বের
কতটুকুই আর
ধরে রাখা যায়!