বহুদিন পর আজ আয়নায় আমি
আমাকে দেখেছি, খুব যতনে;
আয়তকার অস্বচ্ছ কাঁচের ভেতর
দুনিয়ার অসহায়তম মুখটির
নির্বাক থাকিয়ে থাকা কে সহিতে পারে বলো!


অতঃপর লাইফবয় সাবানে সারা মুখ
ঘসে-মেঝে শাওয়ার ছেড়ে দিলাম...
অবেলার স্নান শেষে আবার নিজেকে
দেখলাম আয়নায়;
আয়নায় একটি স্নিগ্ধ-সুন্দর প্রতিচ্ছবি দেখার
কয়েক সেকেন্ড আলোড়ন গায়ে মেখে;
এই কোলাহল মুখর জাদুর শহর,
এই অনিশ্চয়তার যাত্রামঞ্চে,
সুখী মানুষের মুখোশ পরে বেরিয়ে পড়লাম।


মেসে ফিরে লাইফবয় সাবানে মুখ ধুয়ে নেয়া যাবে।