একদা আমরা পাখি ছিলাম__


সবুজ-শ্যামলের'পরে ভীত-সন্ত্রস্ত তবু
মুক্ত একটা আকাশ ছিল আমাদের উড়বার—


ডানাওয়ালা গানপাখি ভীতি কাটাতে আকাশ বেচে কিনলে গোবি'র বক্ষ, বালুকা জীবন–


প্রত্যাশিত ঝড়, জাপটায়ে;
ডানা ভাঙলে, চোখ গেলে পাখির–


পাখি ফিরে পেতে পারে চোখ, মুক্ত ডানা!
পাখি ফিরে পেলে চোখ, মুক্ত ডানা–


কাঁটাতারে ঘেরা খাঁচায়, পাখি ফের পরাধীন__