আটকে রাখা যায় না
~ফা‌হিম আহমদ ছা‌মি (পদ্মফুল)

কখ‌নো আট‌কে রাখা সম্ভব হয় না,
জন‌প্রিয়তার তু‌ঙ্গে থাকা মানুষ
বা অব‌হেলার ভাগা‌ড়ে থাকা কেউ—
কেউ বে‌ঁচে থা‌কে না আকা‌শের ম‌তো!

কা‌নে গুজা ফুলের ন্যায় শু‌কি‌য়ে যায়
জ‌মে থাকা জ‌লের ন্যায় ফু‌রিয়ে যায়
হা‌রি‌য়ে যায় ঝ‌রে পড়া ফু‌লের ন্যায়—
চি‌ঠির ম‌তো খুব য‌ত্নে রাখা যায় না,
বা প্রত্নত‌ত্ত্বের ম‌তো রাখা যায় না।

মানুষ চ‌লে যা‌বে নি‌শ্চিত ভ‌বিষ্যৎ,
আমরা ব‌লি একা ক‌রে চ‌লে যায়—
কিন্তু চ‌লে গে‌লে মানুষ একা হয়
একদম একা চ‌লে যাওয়াটা নিয়ম।
বিদায় দেওয়াটা প‌রি‌চিত,
সহজ ত‌বে আট‌কে রাখাটা সম্ভব হয় না।