চলে যদি যাওয়া যেতো
ছেড়ে সব জঞ্জাল,
না মানা বা মেনে নেওয়া
হাজারও ভেজাল।

যদি যাওয়া যেতো কোন
গহীন বনে-তে
সুখে সুখী পাখিদের’ও
কাছে আর সাথে।

কি’বা যদি যাওয়া যেতো
উঁচু পাহাড়ে,
‘কথা বলা’ না জানা সেই
গাছেদের ভীড়ে।

যদি সবে ছেড়ে দিতো,
সব যেতো ভুলে,
পাখি হয়ে বাঁচা শেষে
হারাতাম ফুলে!