সবুজ চু‌লের মাঝখা‌নে
ক্রি‌কেট মা‌ঠের মাথা টাক,
সীমান্তটা রা‌নের ঘর
আঁকা সেথা বৃত্ত দাগ।

অলস বল গ‌ড়ি‌য়ে যায়;
রা‌নের খাতায় চার উঠে—
পক্ষী হ‌য়ে উড়‌লে বল
'ছক্কা' ব‌লে হাক উঠে।

টাক মাথা‌তে বল ছে‌ড়ে
আটকাতে চায় ব্যাটার-‌কে,
‌বোলার আবার কষ্ট পায়
দুর্দান্ত ছক্কা দে‌খে।

ক্রি‌কেট মা‌ঠে ক্রি‌কেট হয়
দুই ভা‌গে দুই দল হ‌য়ে—
উল্লাস ক‌রে জয়ী দল,
কান্না পায় পরাজ‌য়ে।