দেশ ছে‌ড়ে যায় দূ‌রের দে‌শে মেধাবী!
মনে ছি‌লো রাখা তার হাজার দাবী;
গড়‌বে এদেশ মেধা দি‌য়ে, একসা‌থে
জ্বাল‌বে আলো আধার ঘেরা এক রা‌তে  
মুছ‌বে কান্না বিধবা-গ‌রিব মা‌য়ের
রাখ‌বে মান এই বাংলার যুবতী বোনের
বাবার মু‌খে গ‌র্বের হা‌সি ফুটা‌বে—
আর স্ব‌দেশ তখন দেখেই তা‌রে হাস‌বে।

‌তারপর, তার মেধার মূল্য সস্তা হ‌লো—
দুঃখ দি‌য়ে এদেশ ত‌া‌ড়ি‌য়ে দি‌লো
হা‌রি‌য়ে গে‌লো স্বপ্ন দেখার ইচ্ছা তার
ভু‌লে গে‌লো উপায়; উঠে দাড়াবার—
কী দূষ ছি‌লো দে‌শের 'রত্ন' মেধাবীর,
নুইয়ে দি‌লে এমন উন্নত এক শির?
নিত্য দিন ঝ‌রে গে‌লে এমন করে,
শা‌স্তি তা'র পে‌তে হ‌বে স্ব‌দেশ তো‌রে!